ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুর রোড ছেড়েছে শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
মিরপুর রোড ছেড়েছে শিক্ষার্থীরা, যান চলাচল শুরু ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: রাজধানীর ধানমন্ডি মিরপুর রোডে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অবস্থানরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছে। এরপর সেখানে যান চলাচল শুরু হয়।

শনিবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে তারা সড়ক ছেড়ে যার যার গন্তব্যে চলে যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী জানান, শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ এর মাথায় মিরপুর রোডে অবস্থান নিয়েছিল। তাদের দাবি ছিল নিরাপদ সড়ক বাস্তবায়নের পাশাপাশি যাত্রীবাহী বাসে অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করা। এছাড়া নটর ডেম কলেজের শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত বাসচালককে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো আল্টিমেটাম দিয়েছে কিনা আমাদের জানা নেই। পুলিশ তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল।

আরও পড়ুন >>> মিরপুর রোড অবরোধ করেছে শিক্ষার্থীরা

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।