ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সভাপতি সাত্তার, সম্পাদক ম ই তুষার

বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কমিটি অনুমোদন বাম দিক থেকে সভাপতি সাত্তার, সাধারণ সম্পাদক ম ই তুষার এবং সাংগঠনিক সম্পাদক সুমন দত্ত।

ঢাকা: বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সংগঠনের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৯ নভেম্বর) রাতে কাকরাইল আইডিইবি ভবনের হলরুমে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. খবির হোসেন।

নতুন কমিটিতে বোরহান উদ্দিন পৌরসভার প্রকৌশলী আব্দুস সাত্তারকে সভাপতি ও আড়াইহাজার পৌরসভার প্রকৌশলী ম ই তুষারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রকৌশলী সুমন দত্তকে। এছাড়া পরিষদের চারজন উপদেষ্টাসহ ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। এ সময় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেবসহ কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন পৌরসভার শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

কমিটি ঘোষণার পর নতুন দায়িত্ব পাওয়া নেতারা জানান, বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি পৌরসভাগুলোতে নাগরিক সেবা নিশ্চিতে কাজ করবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে সদস্য প্রকৌশলীরা। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নেও ভূমিকা রাখার কথা জানান তারা।

নতুন কমিটির অনুমোদন দেওয়ায় আইডিইবির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব নেতাদের ধন্যবাদ জানিয়েছে নবনির্বাচিত পরিষদ।

একইসঙ্গে পৌরসভার প্রকৌশলীসহ সব সহকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।