ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বৌদ্ধ সংস্কৃতি বাংলাদেশ-ভারতের ঐতিহ্য: দোরাইস্বামী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
বৌদ্ধ সংস্কৃতি বাংলাদেশ-ভারতের ঐতিহ্য: দোরাইস্বামী

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুরামার দোরাইস্বামী বলেছেন, বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি বাংলাদেশ-ভারত উভয় দেশের ঐতিহ্য। এটা শুধু এই অঞ্চল নয়, সারা বিশ্বের একটি ঐতিহ্য।

শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে রাজধানীর সবুজবাগ বৌদ্ধবিহারে ‘বাংলাদেশ-ভারতের বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ ঐতিহ্য’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

দোরাইস্বামী বলেন, এখানে আবার আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বৌদ্ধ দর্শন এই অঞ্চলের একটি সুবিশাল ঐতিহ্য। আমরা সেই ঐতিহ্যকে সম্মান করি। ভারত বৌদ্ধ দর্শন ও ঐতিহ্যকে সম্মান করে বলেই তার জাতীয় প্রতীক অশোক স্তম্ভ।

সেমিনারে আরও বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।