ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

সাগরে শতশত ট্রলার, দুশ্চিন্তায় পরিবার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
সাগরে শতশত ট্রলার, দুশ্চিন্তায় পরিবার ফাইল ছবি

পাথরঘাটা (বরগুনা): পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ক্রমশ বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে  আসছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী রোববার (৫ ডিসে¤¦র) রাতেই তা নিম্নচাপ আকারে বাংলাদেশের উপকূলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) থেকে পাথরঘাটায় গুমোট আকাশের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

এদিকে আবহাওযা অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্কতা জারি থাকলেও বঙ্গোপসাগরে মাছ ধরা কয়েক শ’ ট্রলার এখনও ফিরে আসেনি। এসব ট্রলারের জেলেরা গভীর সাগরে থাকায় উপকূলে জেলে পল্লীর পরিবারগুলোর মাঝে দুশ্চিন্তা বাড়ছে।

প্রচণ্ড ঢেউ ও ঝড়ো হাওয়ার কারণে শত শত ট্রলার গভীর সাগরে থাকায় নিরাপদ আশ্রয় আসতে পারেনি বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। তাদের ভাষ্য এমনিতেই সাগরে জেলেরা মাছ ধরছে জীবনের ঝঁকি নিয়ে। এখন সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সেই ঝুঁকি আরও বেড়েছে।

উপজেলার বাদুরতলা গ্রামের হারুন মিয়া জানান, তার ভাই এবং প্রতিবেশী ১০জন একই ট্রলারে ৫ দিন আগে সাগরে মাছ ধরতে গেছে। এখন পর্যন্ত ফিরে আসেনি। আবহাওয়া খারাপ হওয়ায় আমরা মোবাইলে বারবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। নেটওয়ার্কের বাইরে থাকায় এখন পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা যায়নি।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, প্রচুর ট্রলার এখন সাগরে অবস্থান করছে। ঘাটে কোনো ট্রলার নেই। আবহাওয়া খারাপ হওয়ায় আমরা যাদের মোবাইলে পেয়েছি তাদের নিরাপদ আসতে বলেছি। এখন পর্যন্ত কোনো ট্রলার ঘাটে আসতে পারেনি। এতে করে জেলে পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, আমাদের সব রকমের প্রস্তুতি নেওয়া আছে। সরকারের যথাযথ নির্দেশনা অনুযায়ী কাজ করব।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।