ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ট্যাংকারের ধাক্কায় স্বামীর বাইক থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
ট্যাংকারের ধাক্কায় স্বামীর বাইক থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ফাতেমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌরাস্তা সংলগ্ন কালাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম জেলার সদর উপজেলার দাদপুর ইউনিয়নের রামহরিতালুক গ্রামের জাহের সুমনের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে সুমন ও তার স্ত্রী ফাতেমা সোনাইমুড়ী উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ চৌরাস্তার কালাপোল এলাকায় এলে সোনাইমুড়ীগামী একটি তেলবাহী ট্যাংকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা ফাতেমা রাস্তায় পড়ে গেলে ট্যাংকারটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক তেলবাহী ট্যাংকারটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ট্যাংকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।