রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বিকট শব্দে একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে ভবনটির নিচতলা পুরোটাসহ ওপরের কিছু অংশে ধসে গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের ধারণা, জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। ভবনের ভেতরে আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসআইএস