ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নিয়ন্ত্রণে ১০ ইউনিট  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
পুরান ঢাকায় ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নিয়ন্ত্রণে ১০ ইউনিট   ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বিকট শব্দে একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে ভবনটির নিচতলা পুরোটাসহ ওপরের কিছু অংশে ধসে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের বের করে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের ধারণা, জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। ভবনের ভেতরে আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।