ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে দৃষ্টিনন্দন প্রদীপ প্রজ্জ্বলন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
মৌলভীবাজারে দৃষ্টিনন্দন প্রদীপ প্রজ্জ্বলন   শহীদ মিনারে দৃষ্টিনন্দন প্রদীপ প্রজ্জ্বলন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসনের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

পরে আলোচনা সভায় বক্তব্য দেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, নাট্যকার আব্দুল মতিন প্রমুখ।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটুসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।  

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
বিবিবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।