ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যানজট নিরসনে প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
যানজট নিরসনে প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি

ঢাকা: যানজট নিরসনে সব রুটে পর্যাপ্ত বড় বড় বাস নিশ্চিত এবং প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ১২টি সংগঠন।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে ‘যানজট নিরসনে সব রুটে পর্যাপ্ত বড় বড় বাস নিশ্চিত কর ও নিয়ন্ত্রণ কর প্রাইভেটকার’ শীর্ষক মানববন্ধন থেকে এসব দাবি করা হয়।

 

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিমউদ্দীন, জাতীয় সচতেন ফাউন্ডশেনের (জাসফা) প্রধান সমন্বয়ক মনিরুল ইসলাম মনির, বাংলাদশে ট্যুরিস্ট সাইক্লস্টের প্রধান সমন্বয়ক রোজিনা আক্তার, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল হক পুনম প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ প্রাইভেটকার কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা। কারণ রাজধানীতে ব্যক্তিগত গাড়িতে চলাচলকারী ৫ শতাংশ বাসিন্দার জন্য সড়কের ৭০ শতাংশ জায়গা দখল হয়ে যায়। এর ফলে সৃষ্ট যানজটে রাজধানীতে প্রতিদিন আর্থিক ক্ষতি হয় প্রায় ১শ’ কোটি টাকা। একইসঙ্গে প্রতিদিন নগরীর রাস্তায় নামছে প্রায় ২শ’ নতুন পরিবহন, যা ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে। কোনো রুটেই পর্যাপ্ত বাস থাকে না। ফলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বাসে উঠতে বাধ্য হয়।

বক্তারা আরও বলেন, অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে  থাকার পরেও বাসে ওঠা যায় না, এজন্য বাধ্য হয়ে অনেকে ছোট ছোট যানবাহনে যাতাযাত করেন। অনেকে দুর্ঘটনা এড়াতে বাসে ওঠার ঝুঁকি নিতে চাননা বলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে বাধ্য হন। যার ফলে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ইত্যাদির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাজধানী ঢাকাকে সবার জন্য বসবাসের উপযোগী করতে যানজট নিরসনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ ও সব রুটে পর্যাপ্ত বড় বড় বাস নিশ্চিতসহ সুদূরপ্রসারী ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা জরুরি। কারণ দুটি প্রাইভেটকারে দু’জন যাত্রী সড়কের যে জায়গা দখল করে, সেই একই জায়গায় গণপরিবহনের একটি বাস অর্ধশতাধিক যাত্রী বহন করতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।