ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নানিকে এগিয়ে দিতে গিয়ে ট্রাকচাপায় নাতির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
নানিকে এগিয়ে দিতে গিয়ে ট্রাকচাপায় নাতির মৃত্যু 

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলার চন্দনায় নানিকে হাসপাতালের পথে এগিয়ে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় মুয়াজ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম  হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল হাসান।

নিহত মুয়াজ কুমিল্লার চৌদ্দগ্রামের কৈয়াধারী গ্রামের একরামুল হকের ছেলে।

নিহত মুয়াজের স্বজনরা জানান, মুয়াজ ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী। কিছুদিন আগে ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে মুয়াজের নানি সালেহা হোসাইন হাসপাতালে যাওয়ার জন্য বের হন। এ সময় মুয়াজ তার নানিকে এগিয়ে দিতে চন্দনা বাজার পর্যন্ত আসে। নানিকে এগিয়ে দিয়ে ফেরার পথে একটি ট্রাক মুয়াজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মুয়াজের মৃত্যু হয়।
 
লাকসাম উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, আমি শুনেছি, বাচ্চাটা মারা গেছে। ও নানার বাড়িতে এসেছে। সবার খুব আদরের ছিল মুয়াজ। তার মৃত্যুতে পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।