ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সেচ পাম্পের পাইপে মধ্যে রাখা ছিল পিস্তল-গুলি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
সাতক্ষীরায় সেচ পাম্পের পাইপে মধ্যে রাখা ছিল পিস্তল-গুলি 

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বাকসা মাঠে একটি সেচ পাম্পের পাইপের ভেতরে পিস্তল ও গুলি রেখেছিল দুর্বৃত্তরা।  

সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাকসা মাঠের ওই সেচ পাম্পের (ডিপ টিউবওয়েল) পাইপের মধ্যে এক হাত বালুর নিচ থেকে অবৈধ ওই পিস্তল, একটি খালি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি (লড নম্বর কেএফ ৭.৬৫) উদ্ধার করে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বেলা ১১টার দিকে তলুইগাছা বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মো. ডালিম মিয়ার নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি থেকে ২ দশমকি ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাকসা মাঠে অভিযান চালায় বিজিবি। এসময় একটি সেচ পাম্পের পাইপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।