ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুটপাতে পড়ে থাকা বৃদ্ধের পাশে পুনাক সভানেত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
ফুটপাতে পড়ে থাকা বৃদ্ধের পাশে পুনাক সভানেত্রী ঢামেক হাসপাতালে অসহায় বৃদ্ধের পাশে পুনাক সভানেত্রী জীশান মীর্জা

ঢাকা: সত্তরোর্ধ্ব বৃদ্ধ শাহজালাল ৫দিন ধরে পড়েছিলেন যশোর শহরের রেলগেট এলাকায় ফুটপাতে। শরীরে পচন ধরেছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে।

পরে থাকা অজ্ঞাত ব্যক্তি নজরে আসে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জার। তিনি ওই বৃদ্ধ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারকে অনুরোধ করেন।

এরপর এসপি প্রলয় কুমার মৃত্যুপথযাত্রী ওই বৃদ্ধকে উদ্ধারের ব্যবস্থা নেন, ভর্তি করান স্থানীয় হাসপাতালে। পরে পুনাক সভানেত্রীর ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পুনাক সভানেত্রীর উদ্যোগে ওই বৃদ্ধকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তাকে খাওয়ানো ও দেখাশোনার জন্য একজন লোক রাখা হয়েছে। বর্তমানে ঢামেকের বার্ণ ইউনিটে তার চিকিৎসা চলছে। এখন তিনি অনেকটাই ভালো, খেতে পারেন নিজ হাতে, শারীরিক অবস্থা উন্নতির দিকে।

সোমবার (২০ ডিসেম্বর)  পুনাক সভানেত্রী ওই বৃদ্ধকে দেখতে কম্বল, পোশাক,  মিষ্টি, খাবার ও ফলমূল নিয়ে ঢামেক হাসপাতালে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় জীশান মীর্জা বলেন, হাসপাতালে যাকে দেখতে এসেছি তার নাম শাহজালাল। তার শরীরে পচন ধরেছিল এবং দুর্গন্ধ বের হচ্ছিল। তিনি কথা বলতে পারতেন না। এখন তার অবস্থা অনেকটা ভালো। এজন্য যশোর জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এভাবেই অসহায় ও দুঃস্থ মানুষের  পাশে দাঁড়িয়ে, সহায়তার হাত বাড়িয়ে, তাদের জীবনে আলো ছড়িয়ে যাচ্ছেন মানবতার ফেরীওয়ালা জীশান মীর্জা।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।