ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আয়েশা’স বিউটি পার্লারের ২ শাখার বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আয়েশা’স বিউটি পার্লারের ২ শাখার বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

ঢাকা: নিবন্ধন না নিয়ে ব্যবসা করায় রাজধানীর বনানীতে আয়েশা’স বিউটি পার্লারের দুই শাখার বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রাজধানীর ওয়ারী ও বনানীতে আয়েশা’স মেকওভার সেলুন অ্যান্ড স্পা’র দু’টি শাখায় অভিযান চালিয়ে ১৮ লাখ ৯৮ হাজার টাকার ভ্যাট ফাঁকির অনিয়ম উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দারা। বনানীর পার্লারে ভ্যাট নিবন্ধন না নিয়েই ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় মঙ্গলবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে।

একজন গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগের ওপর ভিত্তি করে এই অভিযান পরিচালনা করা হয়। ওই গ্রাহক আয়েশা’স মেকওভার সেলুন অ্যান্ড স্পা থেকে সেবা নিলে তাকে কাঁচা চালানে বিল দেওয়া হয়। পরে তিনি ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে অভিযোগ দেন।

ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটির বনানী পার্লারে এবং সহকারী পরিচালক আলমগীর হুসেনের নেতৃত্বে ওয়ারী পার্লারে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রাপ্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে ভ্যাট আইন অনুসারে পৃথক মামলা করা হয়েছে।

তদন্তে ওয়ারী পার্লারের বিরুদ্ধে পরিহারকৃত ভ্যাট আদায়ের আইনানুগ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য মামলার প্রতিবেদনটি ঢাকা পূর্ব ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।  

অন্যদিকে, ভ্যাট নিবন্ধন ব্যতিরেকে ব্যবসা পরিচালনা করায় এবং ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত হওয়ায় পার্লারের বনানী শাখার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসএমএকে/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।