ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাল ভোট দিতে এসে মাদরাসার সুপার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
জাল ভোট দিতে এসে মাদরাসার সুপার আটক

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে পুনঃ ভোটে জাল ভোট দিতে এসে আ ন ম নুরুজ্জামান (৫৫) নামে এক মাদরাসার সুপার আটক হয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাকে আটক করে পুলিশ।

আটক সুপার আ ন ম নুরুজ্জামান ওই এলাকার মৃত সহিদুল্লাহর ছেলে।  তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি কেরামাতিয়া দাখিল মাদরাসার সুপার পদে কর্মরত।

জানা গেছে, সমান ভোট পাওয়ায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন। উক্ত পদে পুনঃভোটে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে।
বিকেল ৩টার দিকে নিজ কেন্দ্র উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন সুপার আ ন ম নুরুজ্জামান। এ সময় জাল ভোট দেওয়ার অভিযোগে তাকে আটক করেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে আ ন ম নুরুজ্জামানকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।