ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবীনগরে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
নবীনগরে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকসহ জোড়া খুনের ঘটনায় অন্যতম প্রধান আসামি আশরাফুল ইসলাম রাব্বীকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় জেলার কসবা সীমান্তের বিদ্যানগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি শহরের কাজীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।  

বুধবার (২২ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব বিরোধের জের ধরে গত ১৭ ডিসেম্বর রাতে নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার। এ ঘটনায় নিহতের ছোট ভাই আক্তারুজ্জামান নজরুল ইসলামসহ ১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে নজরুলের সহযোগী ও কিলিং মিশনে অংশ নেয়া রাব্বিকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অর্থনৈতিক লেনদেনকে ঘিরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না সেটিও তদন্ত করা হচ্ছে। বুধবার দুপুরে তার জবানবন্দি নেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়।  

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বাংলানিউজকে জানান, ডাবল মার্ডার ঘটনায় আশরাফুল আলম রাব্বি অন্যতম প্রধান আসামি। ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। সে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছিল।  

উল্লেখ্য, নিহত এরশাদুল নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং বাদল ওই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।