ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের গলায় জুতার মালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের গলায় জুতার মালা

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সিরাজ নামে (৭০) নামে এক বৃদ্ধর গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়েছেন স্থানীয়রা। সিরাজ মিয়া উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা।

 

এ ঘটনায় মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মো. সিরাজ মিয়াকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। এর আগে, মঙ্গলবার দিনের কোনো এক সময় ওই শিশুকে খাবার ও টাকার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে ওই বৃদ্ধ।

পুলিশ জানায়, ঘটনাটি শুনে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সিরাজ মিয়াকে মেম্বারের নির্দেশে আটকে রাখে স্থানীয়রা। পরে তার গলায় জুতার মালা পরিয়ে এরশাদ বাজারে নিয়ে আসে। এ সময় সিরাজ মিয়ার গলায় জুতার মালা পরিয়ে বাজারের বিভিন্ন জায়গায় ঘুরানো হয়।

বিষয়টি নব-নির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ জানতে পেরে থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে থানায় নিয়ে যান।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, আমি ঘটনাটি শোনার পরপরই পুলিশকে জানানোর পর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, বৃদ্ধ এবং ভিকটিম থানা হেফাজতে আছে। শিশুটিকে ফরেনসিক পরীক্ষা করা ও বৃদ্ধকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, ওই বৃদ্ধকে জুতার মালা পরিয়ে অত্যাচার করার জন্য তার ছেলে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।