ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রমিক পিটিয়ে জখম করার মামলায় ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
শ্রমিক পিটিয়ে জখম করার মামলায় ২ আসামি গ্রেফতার

নীলফামারী: নীলফামারী বীজ উৎপাদন খামারের শ্রমিক (নৈশপ্রহরী) শাহিনুর ইসলাম শাহিনকে পিটিয়ে জখম করার মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (২২ ডিসেম্বর) ভোরে শহরের মুন্সিপাড়া এলাকা থেকে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রহিজ উদ্দিনের ছেলে কাওসার (২৬) ও আকবর আলীর ছেলে পাইলট (২৭)।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বাংলানিউজকে জানান, হামলার ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে আইনি প্রক্রিয়া শুরু করে পুলিশ। মামলার অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে খামারের ভেতরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে নৈশপ্রহরী শাহিনের ওপর হামলা করে শহররে মুন্সপিাড়া এলাকার আব্দুল মান্নানের  ছেলে বাবু (২৫), রইচ উদ্দিনের ছেলে কাউছার (২৬), হাবলু মিয়ার ছেলে (২৭) ও আকবর আলীর ছেলে পাইলট (২৬)। এ ঘটনায় থানায় মামলা করেন বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালক নাজিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।