ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জামালপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২ প্রতীকী ছবি

জামালপুর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জামালপুরে আক্কাস আলী ফকির (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।  

আটকরা হলেন- মতিউর রহমান (৪৫) ও স্ত্রী আসমা বেগম (৪০)।

স্থানীয় সূত্র জানায়, আক্কাস আলী তার বসতভিটায় সুপারি গাছ রোপণ করেন। বুধবার সকালে প্রতিপক্ষ মতিউর রহমান সুপারি গাছ জোর করে কেটে নিতে চান। এ সময় আক্কাস   বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই আক্কাসের মৃত্যু হয়।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মতিউর ও তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।