ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা

দেওয়ানগঞ্জের সাবেক পৌরমেয়র গ্রেফতার

স্টাফ করেসপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
দেওয়ানগঞ্জের সাবেক পৌরমেয়র গ্রেফতার হোটেলের মধ্যে শাহনেওয়াজ শাহানশাহ। ছবি: বাংলানিউজ

ঢাকা: শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পৌরসভার সাবেক মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে রাজধানীর উত্তরার হোটেল ডি মেরিডিয়ান থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়।



বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।

তিনি জানান, শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আজ সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করতে রাজধানীর উত্তরার হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালায় র‌্যাব।  পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহনেওয়াজ। পুষ্পস্তবক দেওয়ার সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে থানায় মামলা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে পৌরমেয়রকে দল থেকে বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এএটি/পিএস/এসজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।