ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তার মৃত্যু

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে তারিকুজ্জামান মুকুল (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে দুই নম্বর প্লাটফর্মের রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তি ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যায়।

মৃত তারিকুজ্জামান দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায়।

তবে কি কারণে তিনি কমলাপুর রেলস্টেশন এলাকায় এসেছিলেন তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।