ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পানিতে চুবিয়ে ‌সন্তান হত্যা: মা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
পানিতে চুবিয়ে ‌সন্তান হত্যা: মা গ্রেফতার প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের গৌরনদীতে চার মাস বয়সী শিশু পুত্রকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা ছালেহা বেগম পলিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৩ ডি‌সেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী মাগুরা নামক গ্রাম থেকে তাকে গ্র‌েফতার করা হয়।

 

এর আগে রোববার (১৯ ডিসেম্বর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের বড়দুলালী গ্রামে চার মাসের পুত্র সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায় মা ছালেহা বেগম পলির বিরুদ্ধে।  

স্থানীয়রা জানায়, সন্তান জুবায়ের জন্মের পর থেকেই মা পলি বেগম বিভিন্ন সময় জুবায়েরকে মেরে ফেলার স্বপ্নাদেশ পেতেন বলে স্বজনদের একাধিকবার জানান। এরজন্য স্থানীয়ভাবে হুজুরের ঝাড়ফুঁক চিকিৎসা দেন স্বজনরা। তবে ১৯ ডিসেম্বর রাত ১১টার পর থেকেই শিশুপুত্র জুবায়েরকে তারা খুঁজে পাচ্ছিলেন না। গভীর রাতে পার্শ্ববর্তী গোয়াল ঘরের পানি ভর্তি বালতির মধ্যে চুবিয়ে হত্যা করা হয় শিশুটিকে। রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় পরদিন সোমবার গৌরনদী থানায় হত্যা মামলা দায়ের করে জুবায়েরের বাবা সাগির হোসেন তালুকদার। ঘটনার পর থেকে পলাতক ছিলেন মা ছালেহা বেগম পলি।  

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদারীপুরের সীমান্তবর্তী মাগুরা গ্রাম থেকে সালেহা বেগম পলিকে গ্র‌েফতার করা হয়েছে।

‌বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।