বরিশাল: লঞ্চের ফিটনেস ও অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক নিয়মে ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ন পরিচালক এসএম আজগর আলীকে যাত্রীদের পক্ষ থেকে তোলা নানান অভিযোগের বিষয়ে জানতে চাইলে হলে তিনি বলেন, লঞ্চে নিয়মানুযায়ী অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। এছাড়া ফিটনেজের বিষয়টিও দেখা হবে। এ জন্য ঢাকা থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তারা এসে এ বিষয়ে সার্বিক সিদ্ধান্ত ও নির্দেশনা দিবেন।
তিনি বলেন, আমরা যাত্রীদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনেছি, লঞ্চটিও ঘুরে দেখেছি। এখানে যে বিষয়টি ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। তবে লঞ্চের কাউকে পাওয়া না যাওয়ায় সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন >>>
স্টাফ-মালিক পক্ষের কাউকেই পায়নি বিআইডব্লিউটিএ
নিখোঁজ যাত্রীদের তথ্য দিতে পারছে না বরগুনা নৌবন্দরে
সুগন্ধা নদীতে লাফ দিয়ে প্রাণে বাঁচেন ইউএনও
লঞ্চে আগুন: তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়
লঞ্চে আগুন: ঝালকাঠী যাচ্ছেন নৌ প্রতিমন্ত্রী
সুগন্ধা নদীতে লঞ্চে আগুন: ৩৬ জনের মৃত্যু
সুগন্ধা নদীতে লঞ্চে আগুন: শেবাচিমে ভর্তি ৬৫
ঝালকাঠিতে বরগুনাগামী লঞ্চে আগুন
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএস/কেএআর