ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বড়দিন: গির্জার নিরাপত্তায় বিএমপির পেট্রোলিং টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
বড়দিন: গির্জার নিরাপত্তায় বিএমপির পেট্রোলিং টিম

বরিশাল: খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন শনিবার (২৫ ডিসেম্বর)। বড়দিনকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে সে লক্ষ্যে বরিশাল নগরের সবগুলো গির্জা এবং খ্রিস্টান পল্লীগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

শুক্রবার (২৪ ডিসেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার জানান, বড় দিনের উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বেশ কয়েকদিন আগে থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃদ্ধি করা হয়েছে পুলিশ ও গোয়েন্দা নজরদারি। গির্জাগুলোও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে।  

তিনি বলেন, ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে পেট্রোলিং এবং চেকপোস্টের কার্যক্রম বাড়ানো হয়েছে। উৎসব পালনকালীন সংশ্লিষ্ট গির্জাগুলোতে নিয়মিতদের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। সর্বজনীন উৎসব নির্বিঘ্নে পালনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নগরবাসীও সমান ভূমিকা পালন করছেন বলে জানান বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

এদিকে বড়দিন পালন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছে বরিশাল সিটি করপোরেশন। বুধবার (২২ ডিসেম্বর) বরিশালের ২৮টি চার্চ ও এলাকায় বড়দিন আয়োজনের জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেন বিসিসি।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।