ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লঞ্চে আগুন: স্ত্রী সন্তানদের নিতে এসে নিখোঁজ হক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
লঞ্চে আগুন: স্ত্রী সন্তানদের নিতে এসে নিখোঁজ হক লঞ্চে আগুন: স্ত্রী সন্তানদের নিতে এসে নিখোঁজ হক

বরিশাল: আব্দুল হক ঢাকার তেজগাঁও এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। স্ত্রী আর দুই কন্যা সন্তান বরগুনাতে থাকে।

এবার সব গুছিয়ে তাদের গ্রামের বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসবেন এবং নিজের কাছে রাখবেন। এমন স্বপ্ন নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনার উদ্দেশ্যে ঢাকার সদরঘাট থেকে এমভি অভিযান-১০ লঞ্চে ওঠেন।

পরে শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে এমভি অভিযান-১০ লঞ্চ ভস্মিভূত হওয়ার পর থেকে তার আর সন্ধান মেলেনি।

তার খোঁজে বরগুনা সদর থেকে শ্যালক খোকন ঝালকাঠিতে এসেছেন। তবে গোটা একটা দিন ও রাত পার হয়ে গেলেও দুলাভাই আব্দুল হকের সন্ধান পাননি খোকন।

তিনি বাংলানিউজকে জানান, তার বোন পিংকির সঙ্গে আব্দুল হকের বিয়ে হয়েছে প্রায় ৮-৯ বছর আগে। তাদের সংসারে দুটি কন্যা শিশু রয়েছে।

তিনি বলেন, চাকুরির কারণে শুধু দুলাভাই ঢাকাতে থাকেন। তবে এবার ইচ্ছে ছিল স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকাতে উঠবেন। তাই তিনি বাড়ির উদ্দেশ্যে আসছিলেন।

তিনি আরও বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার পর আমরা দুলাভাইয়ের খোঁজ নিতে শুরু করি। তবে শুক্রবার দিনগত রাত পর্যন্ত তার কোন সন্ধান পাইনি। কেউ সন্ধানও দিতেও পারছে না। দগ্ধ লঞ্চ থেকে শুরু করে, হাসপাতাল, থানাসহ সব জায়গাতে খোঁজ নিয়েছি কিন্তু তার সন্ধান মেলেনি।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএস/জেডএ

***লঞ্চে আগুন: চালককে দায়ী করছেন যাত্রীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।