ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বড়দিনের নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
বাগেরহাটে বড়দিনের নানা আয়োজন

বাগেরহাট: খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে বাগেরহাটের বিভিন্ন খ্রিস্টান মিশন ও ধর্মীয় উপাসানালয়ে নানা উৎসবের আয়োজন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে  কেক কাটার মধ্যে দিয়ে  যিশুখ্রিস্টের জন্ম দিন পালনের সুচনা করা হয়।

 

এরপর ক্রিসমাস ট্রি, ক্যারোল, প্রার্থনা, আতশবাজি,যিশুর জন্মস্থান প্রতীকী গোয়াল ঘর তৈরি করে আরাধনা, কীর্ত্তন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। বিভিন্ন খ্রিস্টান মিশন ও ধর্মীয় উপাসানালয়সহ ঘরবাড়িতে আলোকসজ্জা করা হয়েছে।  

বাগেরহাট ফাতেমা রাণী মারিয়া গীর্জার ফাদার ডোমিনিক হালদার জানান, বড়দিন উপলক্ষে জেলার বাইরে কর্মস্থলে থাকা লোকজন স্বজনদের সঙ্গে মিলিত হতে বাড়ি ফিরেছেন। সারা বছর যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তাছাড়া সারাদিন প্রিয়জনদের শুভেচ্ছা জানানো, ভালো খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরি করে সময় কাটাবেন। বছরের প্রতিটি দিন তারা প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে কাটানোর প্রত্যাশা করেন। অনুষ্ঠানে সহস্রাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।  

এ বছর বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় ১৭টি গির্জায় প্রায় ৮ হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী নানা আয়োজনে বড়দিন উদযাপন করছেন।  

এদিকে জেলার এসব ধর্মপল্লীতে যেন নির্বিঘ্নে খ্রিস্টানরা উৎসব করতে পারেন সেজন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার লোকজন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।