ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

মাইক্রোবাসের ওপর এনা, থানায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
মাইক্রোবাসের ওপর এনা, থানায় মামলা

ঢাকা: রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের বাস আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপরে উঠে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস ও এনা পরিবহনের বাস রেকার করে থানায় নিয়ে গেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মামলাটি করেন ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসের চালক। মামলায়  আসামি করা হয়েছে এনা বাসচালককে।

মঙ্গলবার রাতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে উত্তরার দিক থেকে আসা মাইক্রোবাসের ওপরে উঠে যায়। এ ঘটনায় মাইক্রোবাসচালক বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় এনা পরিবহনের চালককে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে, সকালে ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর উঠে যায়।

 

>>>আরও পড়ুন: রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।