ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে বাসের ধাক্কায় আহত আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
গুলিস্তানে বাসের ধাক্কায় আহত আরও একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় আহত তুষার (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হয়। তখন চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার নাম জানা যায় শুকুর মাহমুদ (৫৮)। আর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তুষার। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

স্বজনরা জানান, শুকুর মাহমুদ নারায়ণগঞ্জের ভুইগর এলাকায় থাকতেন। তিনি আমেরিকা প্রবাসী ছিলেন। তবে তুষারের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে দুপুর আড়াইটার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে শ্রাবণ পরিবহনের একটি বাস পথচারীদের ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন। এদের মধ্যে দুজন মারা গেছেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত ১

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।