ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুকুরের মুখে নবজাতকের বিছিন্ন মাথা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
কুকুরের মুখে নবজাতকের বিছিন্ন মাথা! প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে এক নবজাতকের বিছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার একটি ড্রেনের পাশ থেকে ওই নবজাতকের ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

বর্তমানে ওই নবজাতকের বিচ্ছিন্ন মাথাটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক নৈশপ্রহরী প্রথমে নবজাতকের ছিন্ন মাথাটি কুকুরের মুখে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। তবে ওই নবজাতকের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম পারভেজ বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙা এলাকার একটি ড্রেন থেকে মৃত এক নবজাতকের ছিন্ন মাথা কুকুর টানাটানি করছিল। এ সময় স্থানীয় নিরাপত্তা প্রহরী সেটি দেখে থানায় খবর দেয়। পরে সেই বিছিন্ন মাথাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও বলেন, এখন নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এজন্য তার ডিএনএ টেস্ট করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।