ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
মুজিবনগরে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

মেহেরপুর: মুজিবনগরে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তুষার হোসেন (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে বাগোয়ান গ্রামের মজিবর মোড় থেকে তাকে আটক করা হয়।

তুষার ওই উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়ার আফারুল ইসলামের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, পুলিশের কাছে খবর আসে বাগোয়ান গ্রামের মজিবর মোড়ে এক মাদক বিক্রেতা ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছেন। পরে এস আই আলিম ও এএসআই আলিফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় তুষারকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।