ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মালিককে মেরে কবুতর চুরি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
মালিককে মেরে কবুতর চুরি 

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কবুতর চুরির সময় কবুতরের মালিককে মেরে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কান্দাকুল গ্রামের মো. সবুজ মোল্যা (১৯),  হাসিবুল মোল্যাসহ (২০) অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে শনিবার (১ জানুয়ারি) আ. জলিল মোল্যা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে সবুজ মোল্যা ও হাসিবুল মোল্যাসহ ৫-৬ জন আ. জলিল মোল্যার বাড়িতে গিয়ে বাড়ির উঠানে থাকা কবুতরের খাঁচা থেকে কবুতর ধরে চটের বস্তায় ভরতে থাকে। বাড়ির লোকজন বুঝতে পেরে অভিযোগকারীর ছেলের স্ত্রী রিবা বেগম ঘরের দরজা খুলে বাহিরে এলে সবুজ রড দিয়ে আঘাত মেরে আহত করে ৩০টি কবুতর, একটি গিরিবাজ কবুতর যার মূল্য ২০ হাজার টাকা নিয়ে যায়। আহত রিবা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুর রহমান বাংলানিউজকে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামির কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।