ঢাকা: মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর তিন বাংলাদেশি সদস্য আহত হয়েছেন।
শনিবার (১ জানুয়ারি) সে দেশে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এ তথ্য জানিয়েছে।
সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীগুলোর পেতে রাখা বোমা বিস্ফোরণে ছয়জন শান্তিরক্ষী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি আর তিনজন তানজানিয়ার। গত বৃহস্পতিবার এবং শুক্রবার দেশটির উত্তর পশ্চিম অঞ্চলের বোহোং এলাকায় পৃথক ঘটনায় তারা আহত হন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
টিআর/কেএআর