মাদারীপুর: কুয়াশার কারণে বুধবার (৫ জানুয়ারি) ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে এসব নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশা কেটে গেলেই সব নৌযান পুনরায় চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। এবং ৮ থেকে ফেরি চালু হয়। নৌরুটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সকাল থেকে এসব নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় বাড়ছে বলে ঘাট সূত্র জানিয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। যেসকল যানবাহন চলছে সেগুলো হেডলাইট জ্বালিয়ে কম গতিতে চলতে দেখা গেছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব কেটে গেলে যেকোন সময় নৌযান চলাচল শুরু হবে।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
আরএ