ঢাকা: ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা করোনা ভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ পাচ্ছেন। রোববার ( ০৯ জানুয়ারি) কূটনীতিকদের টিকার বুস্টার দেওয়া হবে।
রোববার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করা হবে।
গত বছর ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনা ভাইরাইসের টিকা দেওয়া শুরু হয়। এর প্রায় এক বছর পর রোববার থেকে তারা বুস্টার ডোজ পাচ্ছেন।
গত ২৮ ডিসেম্বর থেকে সাধারণ মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এর আগে গত ১৯ ডিসেম্বর থেকে স্বাস্থ্য কর্মীদের পরীক্ষামূলকভাবে বুস্টাফ ডোজ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
টিআর/এসআাইএস