ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের পেছনে ট্রলির ধাক্কায় আলিউল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বহালাবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আলিউল গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের আনারুল ইসলামের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা, ধান ভর্তি একটি ট্রলি সোনা মসজিদগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় ট্রলিতে বসে থাকা আলিউল (ধানের মালিক) ঘটনাস্থলে নিহত হন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও ট্রলি চালক পলাতক আছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।