ঢাকা: তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের কোনো দেশেরই আশ্রয় দেওয়া উচিত নয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (৮ জানুয়ারি) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লুর সঙ্গে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর ডা. এনামুর রহমান।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর ডা. এনামুর রহমান বলেন, বৈঠকে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সিরিয়ার শরণার্থীরা তুরস্কে যে রকম আছে, বাংলাদেশে রোহিঙ্গারা তার থেকে ভালোভাবে আছে।
তিনি জানান, সোলাইমান সয়লু বঙ্গবন্ধুর হত্যাকারীদের কোনো দেশেরই আশ্রয় দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন।
শনিবার সকালে বাংলাদেশে একদিনের সফরে আসেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। তিনি সকালে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পর বিকেলে ঢাকায় আসেন। বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর ডা. এনামুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। রাতেই তিনি ঢাকা ছাড়বেন।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
টিআর/আরবি