ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভোটে হেরে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ার নিয়ে গেলেন পরাজিত প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, জানুয়ারি ৯, ২০২২
ভোটে হেরে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ার নিয়ে গেলেন পরাজিত প্রার্থী

রাজবাড়ী: স্মৃতি ধরে রাখতে নিজের টাকায় বানানো ইউনিয়ন পরিষদ  কার্যালয়ে ব্যবহৃত কাঠের তৈরি একটি চেয়ার নিজ বাড়িতে নিয়ে গেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পরাজিত এক চেয়ারম্যান প্রার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত ওই চেয়ারম্যান প্রার্থীর নাম নায়েব আলী শেখ।

তার বাড়ি বালিয়াকান্দি উপজেলা শহরের বালিয়াকান্দি গ্রামের ওয়াপদা এলাকায়। তিনি বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও আছেন। এর আগে গত নির্বাচনে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী আলমগীর বিশ্বাসের কাছে পরাজিত হয়েছেন। আজ সকালে লোক দিয়ে তিনি চেয়ারটি নিজ বাড়িতে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।