ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাসানচরে ইয়াবাসহ রোহিঙ্গা মা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
ভাসানচরে ইয়াবাসহ রোহিঙ্গা মা-ছেলে গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে ২৫০ ইয়াবা বড়িসহ রোহিঙ্গা মা-ছেলেকে আটক করেছে এপিবিএন।  

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

এর আগে রোববার (৯ জানুয়ারি) রাতে ভাসানচরের ২৩ নম্বর ক্লাস্টার থেকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন-ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ২৩ নম্বর ক্লাস্টারের জামাল উদ্দিনের স্ত্রী খতিজা (৩৫) ও ছেলে সৈয়দ নূর (১৫)।

ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে রাতে আশ্রয়নের ২৩ নম্বর ক্লাস্টারে অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশের (এপিবিএন) সিভিল টিম। এসময় খতিজার ঘর থেকে ২৫০টি ইয়াবাসহ তাকে এবং তার ছেলেকে আটক করা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।