ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে কিডনি ক্রেতা-বিক্রেতা চক্রের ৯ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
জয়পুরহাটে কিডনি ক্রেতা-বিক্রেতা চক্রের ৯ সদস্য আটক

জয়পুরহাট: জয়পুরহাটে মানবদেহের কিডনি ক্রেতা-বিক্রেতা চক্রের মূল হোতা খাজা ময়েন উদ্দিনসহ নয়জনকে আটক করেছে র‌্যাব।  

মঙ্গলবার (১১ জানুয়ারি) কালাই উপজেলার বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করার পর বুধবার (১২ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর ক্যাম্প কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

 

আটক ব্যক্তিরা হলেন-খাজা ময়েন উদ্দিন, আজাদুল ইসলাম, আব্দুল করিম ফোরকান আলী, আফসার ফকির, নুরুল ইসলাম, বাবলু ফকির, সোবহান মন্ডল, মুজাহিদুল মণ্ডল ও সাজেদুল ফকির। তাদের বাড়ি কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুরের গ্রামে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, আগের একটি কিডনি বিক্রির মামলার সূত্র ধরে র‌্যাব সদস্যরা ১১ জানুয়ারি পাঁচজনকে আটক করে। পরে র‌্যাব ছায়া তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে আরও চারজনকে আটক করে।  

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআই

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।