ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
নগরকান্দায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা ফাইল ছবি

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিষপানে রানু বেগম (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।  

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

রানু ওই উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের হেমায়েত শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিষপান করেন রানু। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বামীর সঙ্গে কলহের জের ধরে রানু বিষপান করেন বলে জানা গেছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, রানুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি অপমৃত্যর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।