ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুমতি লেকের পলি অপসারণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
মধুমতি লেকের পলি অপসারণ শুরু অপসারণ করা হচ্ছে মধুমতি লেকের পলি

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মধুমতি লেকে জমা পলি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পলির কারণে লেকের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়।

 

লেকের সাড়ে ৮ কিলোমিটার পর্যন্ত জমা পলি অপসারণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ টাকা। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গোপালগঞ্জ এ প্রকল্প বাস্তবায়ন করছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে জেলা শহরের গেটপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা এর উদ্বোধন করেন।

এ সময় পাউবো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওসমান গণি, সহকারী কমিশনার (ভূমি)
মিলন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।