পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ হাজার মিটার ঘেরা ও দু’টি বেহুন্দি জাল জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী অভিযানে এগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর- রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে জানান, বরগুনার পাথরঘাটা উপজেলাধীন বিশখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ হাজার মিটার ঘেরা জাল ও দু’টি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসআরএস