ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোববার সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
রোববার সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি ফাইল ফটো

ঢাকা: রোববার (১৬ জানুয়ারি) শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকেল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

 

এটি একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশন।

রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে প্রস্তাবের ওপর আলোচনা হবে।

কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় এবারের অধিবেশনও স্বাস্থবিধি মেনে অনুষ্ঠিত হবে। অধিবেশনে কয়েকটি বিল উপস্থাপন এবং পাস হতে পারে।  

করোনা পরিস্থিতির কারণে দুই এক দফায় বিরতি দিয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।