ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

আলম পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
আলম পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর পোস্তগোলার শ্যামপুর কদমতলীর লাল মসজিদের পাশে আলম পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট ও ৯৬ জন জনবল টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে আগুন নেভায়।

 

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যরা আগুন নিয়ন্ত্রণের সহযোগিতা করেন।

শনিবার (১৫ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিনগত রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, আগুনের সূত্রপাত, ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।  

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. মানিকুজ্জামান ও সহকারী অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও স্থানীয় বাসিন্দারা।

** পোস্তগোলায় আলম গার্মেন্টসে আগুন

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।