ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে শুভসংঘের কম্বল পেলেন শতাধিক শীতার্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
গফরগাঁওয়ে শুভসংঘের কম্বল পেলেন শতাধিক শীতার্ত

ময়মনসিংহ: আল্লায় তোমগর মঙ্গল করবো। এই কনকইন্যা শীতের মইধ্যে অসহায় গরিবরে তোমরা কম্বল দেয়া আরাম দিছ।

আমার পঙ্গু পোলাডা আরামে থাকবো। আল্লায় তোমডারে আরাম দিব। পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড শিলাসী এলাকার শারীরিক প্রতিবন্ধী হাইজ উদ্দিনের মা বৃদ্ধা মনোয়ারা খাতুন (৭৫) কম্বল পেয়ে এভাবে কথাগুলো বলেন।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের মহিলা ডিগ্রি কলেজ মাঠে বসুন্ধরার সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে শতাধিক শীতার্তকে কম্বল বিতরণ করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কেএম এহসান, বীর মুক্তিযোদ্ধা সলিমউল্লাহ মোস্তফা, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা পাট কর্মকর্তা ফজলুল হক, উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, পৌল যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদ, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ ফারুকী, যুগ্ম সম্পাদক মাহতাব উদ্দিন সাদেক, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, কোষাধ্যক্ষ শ্রী অনীল রায়, সংরক্ষিত পৌর কাউন্সিলার পারভীন আক্তার, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনউদ্দিন সবুর, সাংবাদিক নজরুল ইসলাম, শুভসংগের বন্ধু হাসানুজ্জামান রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।