কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমি সংক্রান্ত সালিশে প্রতিপক্ষের হামলায় মো. বদন (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বদরখালী সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য বদরখালী সমবায় সমিতি কার্যালয়ে সালিশে অংশ নিয়েছিলেন বদন ও তার ভাইয়েরা। এ সময় তাদের প্রতিপক্ষের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মো. ছোটন, মো. সাগর ও মো. রাজিব দা ও ছুরি নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান বদন। হামলায় গুরুতর আহত হন বদনের চার ভাই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে নিহত বদনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এসবি/আরআইএস