ঢাকা: রাজধানীর রামপুরা ওয়াপদা রোডে বিদ্যুতের ঢাকা পাওয়ার হাউজ ডিস্ট্রিবিউশন কোম্পানি সাব স্টেশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এক ঘণ্টা চেষ্টার পর ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ সাব স্টেশন ভবনে বিকট আওয়াজ হয়। এরপর ওই ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। এতে স্থানীয়রা আতঙ্কে ও পাশের মাদরাসার ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসে।
খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী বাংলানিউজকে জানান, ওয়াপদা রোডের শেষ মাথায় পাওয়ার হাউজের সাব-স্টেশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এজেডএস /এনটি