ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গেম খেলতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
গেম খেলতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

যশোর: যশোরের ঝিকরগাছায় ফ্রি-ফায়ার গেম খেলতে নিষেধ করায় তৌফিক হোসেন নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

নিহত তৌফিক হোসেন উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের জাকির হোসেনের একমাত্র ছেলে এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) তৌফিক বাড়ির পাশের একটি বাগানে বসে বন্ধুদের সঙ্গে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এসময় বাবা জাকির হোসেন তাকে বকা দেয়। তারপর সে নিজের ঘরে চলে যায়। এক পর্যায়ে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে তৌফিক।

এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি দেখে ফেলেন। তারা তৌফিককে দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বাংলানিউজকে বলেন, ফ্রি-ফায়ার গেম খেলতে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৌফিক। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০২২
ইউজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।