ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নীলক্ষেতে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
নীলক্ষেতে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ঢাকা: রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়েছি। ৮টা ২৫ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। তবে একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে।

মীম কম্পিউটারের মালিক লিটন বাংলানিউজকে বলেন, নীলক্ষেত মোড়ের হোটেল সংলগ্ন বইয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এসকেবি/এডেডএস/পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।