ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০

সিলেট: সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন।  

রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর চালাক-হেলপার পালিয়ে গেছেন।

এদিকে খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইগামী যাত্রীবাহী বাসটি ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যখানে আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায়। এ সময় প্রায় সব যাত্রীই ঘুমে ছিলেন।

নরসিংদী জেলা সদরের বাসিন্দা আহত বাদল মিয়া বলেন, তিনি নরসিংদী থেকে গাড়িতে উঠেন। গাড়িটি সিলেট শহরে প্রবেশের আগে চলন্ত অবস্থায় একটি শ্যামলী গাড়ির সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয়। তখন চালক কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন।  

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে আসেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদসহ পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ওসি সালেহ আহমদ বলেন, চালক তন্দ্রাচ্ছন্ন থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাসটি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।