ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পুলিশের ধারণা, আত্মহত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পুলিশের ধারণা, আত্মহত্যা  ফাইল ছবি

ফরিদপুর: ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

তবে পুলিশের ধারণা, ওই নারী আত্মহত্যা করেছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মুন্সিবাজার বাওড়চক ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, সকাল ৬টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। এখনও নীল রঙের বোরকা পরা ওই নারীর পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, মরদেহ ঘটনাস্থলে রয়েছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেল পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।