ঢাকা: বোনকে মারধর ও গালিগালাজের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে তার শ্যালিকা মিতু ও শ্যালক বাপ্পির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন দুলাভাই আলাউদ্দিন। পুলিশের প্রাথমিক তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহেদুজ্জামান সঙ্গে কথা হলে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সুনিবিড় হাউজিং এলাকায় যে দোতালা বাড়ির নীচ তলায় তাদের গায়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সেটা আলাউদ্দিনের বড় স্ত্রীর বাসা। সেখানে মিতু ও বাপ্পীকে ডেকে এনে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
শিশু দুটির বোনের নাম মৌ, তিনি আলাউদ্দিনের দ্বিতীয় স্ত্রী। আলাউদ্দিন প্রথম স্ত্রীকে নিয়ে সুনিবিড় হাউজিংয়ের ওই বাড়িতে থাকলেও দ্বিতীয় স্ত্রী মৌ থাকেন শেখেরটেক এলাকায়।
আলাউদ্দিন প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন মৌকে। বিষয়টা জানাজানি হয়ে গেলে দু’পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয়। এ কারণে প্রায়ই স্ত্রী মৌকে বকাঝকা ও মারধর করতেন আলাউদ্দিন। এর প্রতিবাদ করত শিশু মিতু ও বাপ্পি। এ কারণে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাদের হত্যার উদ্দেশ্যে শরীরে আগুন ধরিয়ে দেয়। এটা পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। তারপরও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি কাজী শাহেদুজ্জামান।
তিনি জানান, রাত সাড়ে ১২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে, আলাউদ্দিনকে ধরতে পুলিশের অভিযান চলমান আছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরের দিকে আদাবর সুনিবিড় হাউজিংয়ের সাহিন স্টার গার্মেন্টসের বিপরীত দিকের একটি দোতলা বাড়ির নিচতলায় শিশু মিতু ও তার ভাই বাপ্পিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করেন এলাকাবাসী। তখন পুলিশদের কাছে বাপ্পি জানায় দুলাভাই তাদের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। বাপ্পির দুই হাত দগ্ধ হলেও তার বড় বোন মিতুর মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে আগুনের পোড়া ছিল। চিকিৎসকরা বলেছেন তার ১০০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা ভেরি ক্রিটিক্যাল।
>>> আরও পড়ুন: দুলাভাইয়ের দেওয়া আগুনে ঝলসে গেল ২ শিশু
‘শিশুদের বাঁচাতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা বন্ধ’
বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, ১৬ মার্চ, ২০২২
এজেডএস/এমএমজেড